Type Here to Get Search Results !

   Choose Your Language   

ভেবে দ্যাখ্ মন, কেউ কারও নয় মিছে ভ্রমাে ভূমণ্ডলে, কি দরকার? বেশ তাে আছি, জীবন চলে জীবনের নিয়মে, Ramakrishna paramhans, Kaliyug,রামপ্রসাদ song,

 কি দরকার? বেশ তাে আছি। একটা চাকরি জুটে গেছে। 

রােজগার নেহাত খারাপ নয়। সংসার টংসার হয়েছে। 

পুত্ৰ-পরিবার নিয়ে বেশ তাে আছি। আর আধুনিক যন্ত্রসভ্যতা ভােগ্যবস্তু দানে অকৃপণ! এপাশে টেলিভিশন, ওপাশে ফ্রিজ, এধারে এসি, ওধারে মাইক্রোওভেন! 

কত রকমের প্রসাধনী, পােশাক-পরিচ্ছদ, খাবারদাবার, দ্রুতগামী যানবাহন! 

কত কথা, কত বক্তৃতা, কত রকমের ইজম— মার্কসিজম, টেররিজম! 


তবু কেন হেরি তব বিষন্ন বদন! প্রাণখােলা হাসি কই! 

কোথায় সেই ভালােবাসা! কোথায় মানুষে মানুষে সেই মধুর সম্পর্ক।


বড় ভয়, ভীষণ নিঃসঙ্গ আমি! আমার বাইরের খােলসটা আপাতত বেশ তোয়াজে আছে। বিষয়সম্পত্তির মূল্যায়ন করলে হতাশ হবার তেমন কারণ নেই। 

একটা বাহারী বাসস্থান, আধুনিকা সহধর্মিণী, ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়ে, ছােট একটা গাড়িও আছে। 

ব্যাঙ্কে ব্যালেন্সও বাড়ছে। কিন্তু আমার ভীষণ ভয়।


এই সবই পেয়েছি আমি নিজেকে ভাঙিয়ে। 

রেসের ঘােড়ার সঙ্গে আমি আমার কোনও তফাত খুঁজে পাই না! প্রতিযােগিতার প্রাঙ্গণে অন্য অনেক ঘােড়ার সঙ্গে দৌড়চ্ছি আমি। আমার উপায় নেই। 

থামলে ছিটকে বেরিয়ে যাব। 

আমার অস্তিত্ব বিপন্ন হবে। সারা সংসার গেল গেল করে উঠবে। অবশেষে অপদার্থ বলে পাশ কাটিয়ে চলে যাবে। 

গরুর সঙ্গে আমার তফাত কোথায়! যতক্ষণ দুধ, যতদিন দুধ, ততদিনই আমার খাতির। 


শুকনাে সম্পর্কের কোনও দাম নেই। কিসের কদর? কদর তােমার শিক্ষার। শুধু শিক্ষা হলে হবে না, প্রয়ােজন অর্থকরী শিক্ষার। কদর কিসের? তােমার উপাধির। 

কদর কিসের? তােমার ঐশ্বর্যের। সমস্ত সম্পর্কই বাইরের, অন্তরের সম্পর্ক বলে কিছু নেই। 

সবই মৌখিক। ‘কেমন আছ?’ ‘ভালাে আছি’,আপনি কেমন? ভালাে। 

সমস্ত মেলামেশা এই তিনটি কথার ওপর তেপায়ার মতাে দাঁড়িয়ে আছে। এর বেশি এগােতে গেলে ঠোক্কর খেতে হয়। তাই এর বেশি প্রয়ােজন নেই। 


সভ্যতা হল দন্ত প্রদর্শনের সভ্যতা। মুচকি হাসি, কিছু প্রথা, কিছু সংস্কার। বাইরেটা খুব সাজানাে গােছানাে, ভেতরে স্বার্থ, দ্বন্দ্ব, ঈর্ষা, দ্বেষ। 

এই সভ্যতা কেন, সব কালের সব সভ্যতাই মনস্ট্রাস, ডেমনিক। মানুষ একটা কথাই জানে— ব্যবহার। 

ব্যবহার করাে— পাপােশের মতাে, যন্ত্রের মতাে, তােয়ালের মতাে, জুতাের মতাে। 

যতদিন ব্যবহারে আসে ততদিনই সম্পর্ক, নয়তে ছ্যাতরানাে টুথব্রাশের মতাে ছুঁড়ে ফেলে দাও। 

এই নির্মম সত্য আমরা সহ্য করতে পারি না বলেই নানারকম মােহ সৃষ্টি করি— প্রেম, প্রীতি, ভালােবাসা, পিতা, মাতা, বন্ধু, ভ্রাতা। 

নিঃসঙ্গতা কাটাবার জন্যে সংসার করি। অতঃপর যখন বুঝতে পারি, তখন বেলা শেষ, যাওয়ার সময় হয়ে গেছে। 


কত বছর আগে রামপ্রসাদ এই গানটি লিখেছিলেন:


    ভেবে দ্যাখ্ মন, কেউ কারও নয় মিছে ভ্রমাে ভূমণ্ডলে;     

           ভুলাে না দক্ষিণাকালী, বদ্ধ হয়ে মায়াজালে।। 

       যার জন্য মরাে ভেবে, সে কি তােমার সঙ্গে যাবে? 

            সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। 

       দিন দুই-তিনের জন্য ভবে, কর্তা বলে সবাই মানে 

      সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা 

এলে !


Yogsiddhi.in. #yogikathaofficial

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.