Type Here to Get Search Results !

   Choose Your Language   

Kali Puja mantra 2022, কালী পূজার মন্ত্র, জগৎ জননী মা কালীর প্রনাম মন্ত্র, মা কালির জপ মন্ত্র, কালী পূজার মন্ত্র, দক্ষিণা কালীর প্রনাম মন্ত্র_বীজ মন্ত্র

Maa Kalir Pronam Mantra in Bengali:

জগৎ জননী মা কালীর প্রনাম মন্ত্র,মা কালির জপ মন্ত্র, কালী পূজার মন্ত্র,দক্ষিণা কালীর প্রনাম মন্ত্র_বীজ মন্ত্র 


 প্রণাম করার মন্ত্র-

'ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা।


 ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে। 

এরপর জপ একশো আটবার করা যায় এই মন্ত্রে-'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।

ঈশ্বরের প্রার্থনা করার বা ডাকার কোনও বাঁধাধরা নিয়ম হয় না। ভক্তিই হল মূল মন্ত্র। তবে বৈদিক মতে পুজো-অর্চনার তো বিধিবদ্ধ নিয়ম আছেই। তা ছাড়া কালীপুজোর দিন পুজোর জন্য উপবাস থেকে জপতপ ইত্যাদির সুফল পাওয়া যায়। মা কালী সময়ের প্রতীক। অন্ধকার থেকে আলোয় ফেরার জন্য।


এখন দেখে নেওয়া যাক কী ভাবে মা কালীর প্রার্থনা করলে সুফল পাওয়া যাবে। এ ছাড়া গৃহে মা কালীর চিত্র বা মূর্তির সামনে বিভিন্ন পুজোর দ্রব্যাদি-সহ সহজ প্রার্থনার কিছু মন্ত্র-

প্রদীপ বা মোমবাতি প্রদানের মন্ত্র-


‘এষ দীপ ওম ক্রীং কাল্ল্যৈ নমঃ।’


ধূপকাঠি প্রদানের মন্ত্র-


‘এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।’

আরও পড়ুন: 👇


কর্পূর প্রদানের মন্ত্র-


‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ আরাত্রিকম্ সমর্পয়ামি।’


দুধ-স্নানাদি প্রদানের মন্ত্র-


‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পয়স্নানাম্ সমর্পয়ামি।’


দই-স্নানাদি প্রদানের মন্ত্র-


‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃদধিস্নানাম্ সমর্পয়ামি।’

পঞ্চামৃত-সহ স্নানের দ্রব্যাদি প্রদানের মন্ত্র-


‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চামমৃত স্নানম্ সমর্পয়ামি।’

গঙ্গাজল স্নানের প্রদানের মন্ত্র-


‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ গঙ্গাস্নানম্ সমর্পয়ামি।’


পঞ্চফল প্রদানের মন্ত্র-


‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চফলম্ সমর্পয়ামি।’


পুষ্প প্রদানের মন্ত্র-


‘এষ গন্ধপুস্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।’

প্রণাম মন্ত্র-


‘ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা।


ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী


ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।’

এরপর জপ একশো আটবার করা যায় এই মন্ত্রে-


‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।

© yogsiddhi

YogiKathaOfficial -Youtube 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.