একবার নারদের মনে সংশয় হল যে, রামেশ্বর কথার অর্থ কি?
![]() |
একবার নারদের মনে সংশয় হল যে, রামেশ্বর কথার অর্থ কি? |
নারদ নারায়ণের কাছে ছুটলেন, যিনি রাম তিনিই তো নারায়ণ। নারায়ণকে শুধালেন- "রামেশ্বর শব্দের বুৎপত্তি কি?" রাম বললেন- "রামস্য ঈশ্বরঃ যঃ" অর্থাৎ যিনি রামের ইষ্টদেব, মানে শিব। বহুব্রীহি সমাস।
নারদের সংশয় দূর হল না। নারদ ভাবলেন শিবকেই জিজ্ঞেস করি। গেলেন শিবের কাছে। শিব বললেন- "রামঃ যস্য ঈশ্বরঃ সঃ।" অর্থাৎ রামই যাঁর ইষ্ট। ষষ্ঠী তৎপুরুষ সমাস।
কি বিপত্তি!! দুজনে যে উল্টো বলছেন। আসলে রামের গুরু শিব আর শিবের গুরু রাম।
এবারে গত্যান্তর না দেখে নারদ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা দিলেন তৃতীয় ব্যাখ্যা। "যঃ রামঃ সঃ এব ঈশ্বরঃ।" মানে যিনিই রাম তিনিই ঈশ্বর(শিব)। কর্মধারয় সমাস।
এবার নারদের সংশয় দুর হোলো।
© Yogsiddhi.in