Type Here to Get Search Results !

   Choose Your Language   

বৈশাখ মাসে কেন তুলসী গাছে জল দিতে হয়?,বৈশাখ মাসকে কেশব মাস বলা হয় কেন?, Why should Tulsi plant be watered in the month of Boishakh?, Why is the month of Boishakh called Keshav month?,

  *💢তুলসী জলদান জলধারা💢* 

  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

বৈশাখের প্রচণ্ড গরমে তুলসী-মহারানীকে ১ মাস ব্যাপী জলদান করা হয়, ১লা বৈশাখ, ১৪ এপ্রিল থেকে তুলসী মহারাণীর জল দান শুরু চলবে আগামী ৩১শে বৈশাখ ১৪ মে  পর্যন্ত।

তুলসী গাছে জল দান


         *🌷তুলসী জলধারা🌷* 

             *🌷কেশব ব্রত 🌷* 

          

 *তুলসী জলদান মন্ত্র:* 

গোবিন্দবল্লভাং দেবীং ভক্তচৈতন্যকারিণীম্।

স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তিপ্রদায়িনীম্ ॥

 *✦ অর্থঃ-* শ্রীগোবিন্দের প্রিয়তমা, জগজ্জননী, সকল ভক্তকে কৃষ্ণচেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণে ভক্তিপ্রদাণকারিনী শ্রীমতি তুলসিদেবী, আপনাকে আমি স্নানসেবা নিবেদন করছি। 


 *শ্রীশ্রী তুলসী জলদান উৎসব.....* 

সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণুভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন। শ্রীহরির কৃপাপূর্বক তাঁর থেকে অভিন্ন শ্রীতুলসীবৃক্ষে জলদানেরও অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন।

কিন্তু কেন তুলসীকে জলদান কর্তব্য?

তুলসী শ্রীকৃষ্ণপ্রেয়সী, তাঁর কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসীদেবী সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শনেই পাপসমূহ নাশ হয়, জলদান করলে যম ভয় দূর হয়, রোপণ করলে তাঁর কৃপায় কৃষ্ণভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণপ্রেম লাভ হয়।

 *✦  পদ্মপুরাণের সৃষ্টিখন্ডে (৬০.১০৫) বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রীমহাদেব পুত্র কার্তিককে বলেন,* 

সর্বেভ্যঃ পত্রপুষ্পেভ্যঃ সত্তমা তুলসী শিবা।

সর্বকামপ্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণুসুপ্রিয়া ॥

 *✦ অর্থঃ-* সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্বকামপ্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা।

 *✦ অর্থঃ-* ভগবান শিব বলেন──

যো মঞ্জরীদলৈরেব তুলস্যা বিষ্ণুমর্চয়েঃ।

তস্য পুণ্যফলং স্কন্দ কথিতুং নৈব শক্যতে ॥

তত্র কেশবসান্নিধ্যং যত্রাস্তি তুলসীবনম্।

তত্র ব্রহ্মা চ কমলা সর্বদেবগণৈঃ সহ।।

 *✦ অর্থঃ-* হে কার্তিক! যে ব্যক্তি ভক্তিসহকারে প্রতিদিন তুলসীমঞ্জরি দিয়ে শ্রীহরির আরাধনা করে, এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। যেখানে শ্রীতুলসীর বন আছে, শ্রীগোবিন্দ সেখানেই বাস করেন। আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন।

         ─━━⊱●❛হরেকৃষ্ণ❜●⊰━━─

মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তাঁর সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রীতুলসীরূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন।


            জয় শ্রীরাধা গোবিন্দ 

            জয় তুলসী মহারাণী

            ●●●●●●●●●●●●●

          ┈┉━❀❈🙏🏻❈❀━┉┈

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.