দেবীর যাওয়া-আসার নেপথ্যেঃ
--------------------------------------------
![]() |
সবাইকে শারদীয় দুর্গা পুজোর শুভেচ্ছা, জয় মা দুর্গা |
অপেক্ষার আর মাত্র কয়েকটি দিন।
২৬ আশ্বিন ১৪৩০ বাংলা,
১৪ অক্টোবর ২০২৩ ইং শনিবার মহালয়া।
০২ কার্তিক ১৪৩০ বাংলা,
২০ অক্টোবর ২০২৩ ইং শুক্রবার শ্রীশ্রী দূর্গাষষ্ঠী।
০৩ কার্তিক ১৪৩০ বাংলা,
২১ অক্টোবর ২০২৩ ইং শনিবার মহাসপ্তমী।
০৪ কার্তিক ১৪৩০ বাংলা
২২ অক্টোবর ২০২৩ ইং রবিবার মহাঅষ্টমী
০৫ কার্তিক ১৪৩০ বাংলা,
২৩ অক্টোবর ২০২৩ ইং সোমবার মহানবমী।
০৬ কার্তিক ১৪৩০ বাংলা,
২৪ অক্টোবর ২০২৩ ইং মঙ্গলবার বিজয়াদশমী।
এবছর দেবীর আগমন ও গমন দুটোই ঘোটকে। যা, অশুভ ইঙ্গিত। শাস্ত্রমতে বলা হয় সপ্তমীতে দেবী দুর্গার আগমন এবং দশমীতে গমন হয়। সাধারণত প্রতি বছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার ওপর নির্ভর করে দেবীর কিসে আগমন এবং গমন সেটা বোঝা যায়। শাস্ত্রে আরও বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ।
কোন বাহন কিসের প্রতীক?
দেবীর আগমন গমন --
“রবৌ চন্দ্রে গজারূঢ়া, ঘোটকে শনি ভৌময়োঃ,
গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে।”
দেবী দুর্গার আগমন ও গমন যদি বৃহস্পতি ও শুক্রবারে হয় তাহলে তিনি দোলায় আসবেন এবং যাবেন।
ফল -- “দোলায়াং মরকং ভবেৎ”। দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মরকের প্রতীক।
বুধবারে দেবী দুর্গার আগমন ও গমন হয়, তাহলে তিনি আসবেন এবং যাবেন নৌকায়। ফল -- “শস্যবৃদ্ধিস্তুথাজলম”। নৌকা বন্যার প্রতীক। আবার অনেকে মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন হলে চারিদিকে ভাল ফসল হয়।
সপ্তমীর দিনে যদি রবিবার বা সোমবার হয়, তাহলে দুর্গার আগমন ও গমন হবে গজে। ফল -- “গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা”। গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়।
শনিবার বা মঙ্গলবারে দুর্গার আগমন ও গমন হলে, ঘোটকের প্রভাব থাকবে। অর্থাৎ ফল -- “ছত্রভঙ্গস্তুরঙ্গমে”। ঘোটকের অর্থ ছত্রভঙ্গ। ঘোটক বা ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা। যুদ্ধ-বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত।
জয় মা দুর্গা🙏🙏