Type Here to Get Search Results !

   Choose Your Language   

অঘোরীদের গুপ্ত রহস্য,অঘোরী সাধুর রহস্যকথা,Aghori sadhur misty in bengali,

★★অঘোরী★★

........


Aghori sadhu mistry


অঘোর থেকে অঘোরী ঘোরা মানে আবর্তন করা ,আর সেই ঘোরা থেকে ঘোর আর ঘোর এর বিপরীত হলো অঘোর  মানে আবর্তনহীনতা। তাহলে অঘোরী মানে হলো আবর্তনকারী নয় এমন। অর্থাৎ জন্ম মরণ চক্রে আবর্তিত হতে চায় না ,তারা খুব তাড়াতাড়ি পরমাত্মার সাথে মিলতে চায় ,পৃথিবীর ও  নিজের দেহের আকর্ষণ এবং মোহ থেকে মুক্ত রাখবার জন্য অঘোরী নানা রকম আচার অবলম্বন করেন ,তার মধ্যে নিজেকে প্রতিকূল পরিবেশের মধ্যে রাখা , সৌন্দর্য এর সাথে সম্পর্ক না রাখা , এমন কি অখাদ্য কেও খাদ্য হিসেবে গ্রহণ করা। অর্থাৎ তামসিক পন্থা দিয়ে নিজের মনের তামসিকতা কে, মোহকে দূর করা। যেমন কাটা দিয়ে কাটা তোলা। 

এরা ঋনাত্বক শক্তির প্রয়োগ করে মনের তামসিকতা কে সরান। নিষ্কাম তান্ত্রিক বা অঘোরী আর সাধুর মধ্যে উদ্দেশ্যগত ভাবে কোনো পার্থক্য নেই তবে আচারগত ভাবে পার্থক্য মানে আচরণে পার্থক্য আছে মাত্র। 

তবুও বাম মার্গীয় তান্ত্রিক আর অঘোরী প্রায় সমান। তবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো - প্রতি টি সম্প্রদায় বা COMMUNITY তে কিছু অনভিজ্ঞ ,অজ্ঞ ,আর সুযোগ সন্ধানী কিছু মানুষ থাকেন যারা সেই সম্প্রদায়ের অন্তর্নিহিত  দর্শন বা তাৎপর্য না বুঝে বা বুঝে ও সেই অর্থ কে গ্রহণ না করে সেই সম্প্রদায়ের বাহ্যিক আচরণ ও লোকাচার এর প্রতি আকৃষ্ট হয় বা সেই আচরণ কে নিজের স্বার্থে ব্যবহার করে। 

পরের পর্ব জানতে সাথে থাকুন।


কৃতজ্ঞতা স্বীকার- রতন কর্মকার-বাংলাদেশ ঢাকা,

🙏🙏জয় গুরু 🙏🙏


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.