Type Here to Get Search Results !

   Choose Your Language   

ভগবান শ্রীকৃষ্ণের কয়টি অবতার,অবতার শব্দের অর্থ কী,জানেন কি এই অবতারগুলো ছাড়াও আরো অবতার আছে,

কৃৃষ্ণ কি অবতার অবতারীঃ


কৃৃষ্ণ কি অবতার অবতারীঃ



অবতার শব্দের অর্থ অবতরণ করা বা নেমে আসা। ভগবান যখন চিন্ময় ধাম থেকে এই জড়জগতে অবতরণ করেণ, তখন তাকে বলা হয় অবতার, যখন ধর্মের গ্ল্যানি  হয় এবং অধর্ম বেড়ে যায় তখন ভগবান নিজেকে অবতার রূপে প্রকাশ করেন।


যার থেকে সসস্ত অবতার গণ প্রকাশিত হন, যিনি হচ্ছেন অবতারী, তিনি সকল অবতারের উৎস। ভগবান বিষ্ণু/ কৃৃষ্ণ হচ্ছেন একজন অবতারী, সমস্ত অবতারেরা হচ্ছেন তার অংশ।


কিশোরস্বরূপ কৃৃষ্ণ স্বয়ং অবতারী।


ক্রীড়া করে এই ছয় রূপে বিশ্ব ভরি।। 

(চৈঃচঃ আদি ২/৯৯)


অনুবাদঃ কিশোররূপী কৃৃষ্ণ সমস্ত  অবতারের, অবতারী। তিনি ছয় রূপে এই বিশ্বে লীলা বিলাস করেন। 


(বিষ্ণু ও কৃৃষ্ণ কোন ভেদ নেই, যিনি বিষ্ণু তিনিই কৃ্ষ্ণ)


বিষ্ণুর দশ অবতারের নাম হলোঃ

যেমন :-


১) মৎস্য 


২) কূর্ম


৩) বরাহ


৪) নৃসিংহ


৫) বামন


৬) পরশুরাম


৭) রাম


৮) কৃৃষ্ণ (কৃৃষ্ণস্তু ভগবান স্বয়মঃ)


৯) বুদ্ধ 


১০) কল্কি


অর্ধ শ্রীকৃৃষ্ণ স্বয়ং ভগবান।

তবে তিনি অবতার ও অবতারী দুটোই।

শ্রীকৃৃষ্ণ শ্রীবিষ্ণুর পূর্ণাবতার।

তিনি পৃথিবীতে অবতরণ করেছিলেন, বলে তিনি অবতার।

আর শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস, বলে তিনি অবতারী।


এছাড়াও উল্লেখযোগ্য আর কয়েকটি অবতার হলোঃ

হয়গ্রীব, মোহিনী, নর - নারায়ন, (যথাক্রমে অর্জুন ও কৃষ্ণের পূর্বজন্মের অবতার) ও শ্রীচৈতন্য মহাপ্রভু।

১/ রামাদিমূর্ত্তিষু কলানিয়মেন  তিষ্ঠন্ 

নানাবতারমকরোদ্ভূবনেষু কিন্তু।

কৃৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমঃ পুমাণ্ যো  

গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি।। 

(ব্রহ্মসংহিতা ৫/৪৮)

অনুবাদঃ রাম আমি মুর্ত্তিতে, অংশভাবে অবস্থান করিয়া যিনি নিজ অংশে নানা অবতার প্রকট করেছেন, কিন্তু যিনি স্বয়ং পরমপুরুষ শ্রীকৃৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। 

এই দশ অবতারের মধ্যে নয় জন হচ্ছেন ভগবান বিষ্ণুর অংশ। তারা কেউই ভগবান বিষ্ণু নন। তারা ভগবান বিষ্ণুর এক একটি অংশ।

শুধুমাত্র শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান। শ্রীকৃৃষ্ণ ভগবান বিষ্ণুর কোন অংশ নন।

ভগবান বিষ্ণু স্বয়ং শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে এই ধরাধামে বা পৃথিবীতে নেমে এসেছিলেন। 

সুতরাং, উপরের বিষয় বোঝা যায় যে।

শ্রীকৃৃষ্ণ বাদে অন্য সমস্ত অবতারেরা হলেন, ভগবান বিষ্ণু ও কৃষ্ণের অংশ। তাই শ্রীকৃৃষ্ণ বাদে অন্য অবতারেরা কেউই ভগবান নন।

ভগবান বিষ্ণু নিজেই শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে এই ধরাধামে বা পৃথিবীতে নেমে এসেছিলেন। আর সেজন্যই বিষ্ণু ও কৃ্ষ্ণ দুজনকেই ভগবান বলা হয়। ভগবান বলা হয়, কারণ দুইজন একই।


হরে কৃৃষ্ণ🙏🙏



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.