Type Here to Get Search Results !

   Choose Your Language   

রাধাষ্টমী ব্রতকথা,

রাধাষ্টমী ব্রত পালনঃ--


...........


Radhastomi

যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করে থাকে এবং কোনাভাবে পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হতে হয়। ❞
─ ব্রহ্মখন্ড, পদ্মপুরাণ!

আপনি বাসে, ট্রেনে কিংবা বিমানে যেখানেই যান না কেন আপনাকে যাওয়ার পূর্বে টিকেট কেটে নিতে হবে। এটা হচ্ছে প্রসেস। টিকেট ছাড়া আপনি কোথাও, কোনোভাবেই যেতে পারবেন না। তেমনি রাধারাণী হচ্ছেন টিকেট সমতুল্যা, কারণ শ্রীকৃষ্ণের কৃপা পেতে হলে আপনাকে আগে রাধারাণীর কৃপা-আশির্বাদ লাভ করতে হবে। রাধারাণী যখন শ্রীকৃষ্ণের কাছে কারো সম্পর্কে ভগবদ্ধাম প্রাপ্তিতে সুপারিশ করবেন, ঠিক তখুনি কৃষ্ণ সেটা অনুমোদন করবেন।

গোলকের প্রেমধন কিংবা কৃষ্ণকৃপা পাওয়ার আগে আপনাকে শ্রীমতি রাধা ঠাকুরাণীর কৃপা লাভ করতে হবে। রাধারাণীকে ডিঙিয়ে কৃষ্ণকে লাভ করার বিন্দুমাত্র সুযোগ আপনার হাতে নেই। এখানে দুই নম্বর করার কোন প্রসেস নেই এবং সেটা শাস্ত্রেও প্রতিপন্ন করা হয়েছে। আগে রাধারাণীর কৃপা→ তারপর কৃষ্ণকৃপা, এটাই সিম্পল প্রসেসিং।

কৃপাপূর্বক আগামী ২৩ সেপ্টেম্বর, শনিবার শ্রীরাধাষ্টমী ব্রত পালন করুন, কৃষ্ণকৃপা লাভ করুন এবং রাধারাণীর কাছ থেকে টিকেট নিয়ে আপনার প্রকৃত আলয় গোলকধামে ফিরে যান।তিনি আমাদের উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে গদাধর পন্ডিত রুমে চট্টগ্রাম বাঁশখালী বেলেটি গ্রাম( বানীগ্রাম) মাধব মিশ্র ও  রত্নাবতী দেবীর পুত্র রুপে ১৪০৮ সালে আবিভূত হয়ে সর্বদা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবায় নিযুক্ত ছিলেন। আসুন গদাধর পন্ডিতের আবির্ভাব স্থানের সেবায় যুক্ত হয়ে আমাদের মনুষ্য জীবন সার্থক করি। গদাধর পন্ডিত স্বয়ং রাধারাণী , তিনি ব্রজমন্ডলে রাভেলে আবিভূত হয়েছেন। তাই গদাধর পন্ডিতের আবির্ভাব স্থান হচ্ছে অভিন্ন রাভেল।



যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কোটি কল্প নরক যন্ত্রণা ভোগ করে থাকে এবং কোনাভাবে পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হতে হয়। ❞

─ ব্রহ্মখন্ড, পদ্মপুরাণ!


আপনি বাসে, ট্রেনে কিংবা বিমানে যেখানেই যান না কেন আপনাকে যাওয়ার পূর্বে টিকেট কেটে নিতে হবে। এটা হচ্ছে প্রসেস। টিকেট ছাড়া আপনি কোথাও, কোনোভাবেই যেতে পারবেন না। তেমনি রাধারাণী হচ্ছেন টিকেট সমতুল্যা, কারণ শ্রীকৃষ্ণের কৃপা পেতে হলে আপনাকে আগে রাধারাণীর কৃপা-আশির্বাদ লাভ করতে হবে। রাধারাণী যখন শ্রীকৃষ্ণের কাছে কারো সম্পর্কে ভগবদ্ধাম প্রাপ্তিতে সুপারিশ করবেন, ঠিক তখুনি কৃষ্ণ সেটা অনুমোদন করবেন।


গোলকের প্রেমধন কিংবা কৃষ্ণকৃপা পাওয়ার আগে আপনাকে শ্রীমতি রাধা ঠাকুরাণীর কৃপা লাভ করতে হবে। রাধারাণীকে ডিঙিয়ে কৃষ্ণকে লাভ করার বিন্দুমাত্র সুযোগ আপনার হাতে নেই। এখানে দুই নম্বর করার কোন প্রসেস নেই এবং সেটা শাস্ত্রেও প্রতিপন্ন করা হয়েছে। আগে রাধারাণীর কৃপা→ তারপর কৃষ্ণকৃপা, এটাই সিম্পল প্রসেসিং।


কৃপাপূর্বক আগামী ২৩ সেপ্টেম্বর, শনিবার শ্রীরাধাষ্টমী ব্রত পালন করুন, কৃষ্ণকৃপা লাভ করুন এবং রাধারাণীর কাছ থেকে টিকেট নিয়ে আপনার প্রকৃত আলয় গোলকধামে ফিরে যান।তিনি আমাদের উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে গদাধর পন্ডিত রুমে চট্টগ্রাম বাঁশখালী বেলেটি গ্রাম( বানীগ্রাম) মাধব মিশ্র ও  রত্নাবতী দেবীর পুত্র রুপে ১৪০৮ সালে আবিভূত হয়ে সর্বদা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবায় নিযুক্ত ছিলেন। আসুন গদাধর পন্ডিতের আবির্ভাব স্থানের সেবায় যুক্ত হয়ে আমাদের মনুষ্য জীবন সার্থক করি। গদাধর পন্ডিত স্বয়ং রাধারাণী , তিনি ব্রজমন্ডলে রাভেলে আবিভূত হয়েছেন। তাই গদাধর পন্ডিতের আবির্ভাব স্থান হচ্ছে অভিন্ন রাভেল।

🙏হরে কৃষ্ণ 🙏

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.