জন্মাষ্টমী কিভাবে পালন করবেন?
![]() |
শুভ জন্মাষ্টমী |
১) আগের দিন রাত ১২টার আগে অন্ন প্রসাদ পাবেন।
ঘুমানোর আগে ব্রাশ করে ঘুমাতে হবে।
২) পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে মধ্যরাত্রি
১২টা পর্যন্ত উপবাস এবং জাগরণ করতে পারেন
অসম্যর্থ ব্যক্তিরা অসুস্থ তারা ফল জল পেতে
পারেন।
৩) উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবণ,
ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন,
অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে
অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প
প্রসাদ সেবন করতে হবে।
৪) পরের দিন পারণ অর্থাৎ সকালে কৃষ্ণ প্রসাদ দিয়ে
পারণ করবেন।
জন্মাষ্টমী পালন করবেন।
🙏হরে কৃষ্ণ 🙏