![]() |
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী |
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব কবে করবেন..?????
🤔🤔🤔🤔🤔🤔
............
৬ সেপ্টেম্বর নাকি ৭ সেপ্টেম্বর
সূর্যদয়ের আগে ১ ঘন্টা ৩৬ মিনিট সময়ে যে তিথি থাকে, তাকে বলে ব্রহ্মমুহূর্ত। ব্রহ্মমুহূর্তে যে তিথি থাকে, সে তিথি অনুসারে সে দিবসের তিথি নির্ধারিত হয়।
৬ তারিখ ব্রহ্মমুহূর্তে সপ্তমী তিথি থাকবে, ৮ষ্টমী তিথি রাতে লাগবে। তাই ব্রহ্মমুহূর্তে সপ্তমী তিথি থাকায় সেদিনটি সপ্তমী বিদ্ধা, অর্থাৎ সে অষ্টমী তিথি সপ্তমী দ্বারা দূষিত। সেদিনটি সপ্তমী হিসেবেই পরিগণিত হবে। উপরন্তু এ দিনে রোহিণী নক্ষত্র থাকবে না।
৭ তারিখ ব্রহ্মমুহূর্ত কালে অষ্টমী তিথি থাকবে। এ অষ্টমী তিথি সূর্যকিরণ দ্বারা শুদ্ধ। এবং এদিন অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র যুক্তা। রোহিনী নক্ষত্র যুক্তা অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব। তাই ৭ তারিখই সমস্ত প্রকার ব্রত উপবাস অভিষেক ইত্যাদি করবেন কৃষ্ণভক্তগণ।
🙏হরে কৃষ্ণ🙏