Type Here to Get Search Results !

   Choose Your Language   

গৌতম বুদ্ধ কে?,তার উপদেশ কি ছিলো?,Who is Gautam Buddha?,

 গৌতম বুদ্ধের উপদেশঃ--


Gautam Buddha


..........

একদিন ধ্যানের পর গৌতম বুদ্ধ বিশ্রাম নিতে যাবেন। এমন সময় এক দরিদ্র ব্যক্তি এসে গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলো : বলুন প্রভু আমি এতো দরিদ্র কেন?

জবাবে গৌতম বুদ্ধ বললেন : কারন তুমি দান কর না এবং করতেও জানো না।


দরিদ্র ব্যক্তি বলল : আমার তো দান করার মত কিছুই নেই। কি করে দান করবো?


অতঃপর গৌতম বুদ্ধ বললেনঃ না, দান করার মত অনেক জিনিস আছে তোমার কাছে, যা কারো কাছেই কম নেই অর্থাৎ তা ধনী-গরীব সবার কাছেই সমপরিমাণ থাকে। সম্পূর্ণ নিজস্ব  আর তা হল :


 চেহারা : যা দ্বারা তুমি সুখ ও আনন্দের হাসি উপহার করে অন্যদের দিতে পারো।


 মুখ : যা দ্বারা তুমি মাধুর্য্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ ও উৎসাহ প্রদান করে সর্বদাই সুন্দর রাখতে পারো।


 হৃদয় : যা তুমি আন্তরিকতা ও উদারতা দ্বারা অন্যদের জন্য উন্মুক্ত করতে পারো।


 চোখ : যা দ্বারা তুমি দয়া ও ভালোবাসার সাথে অন্যদেরকেও দেখতে পারো।


দেহ : যা দ্বারা সেবার মাধ্যমে তুমি অন্যদের সাহায্য প্রদান করতে পারো। আর তাই তো তুমি একেবারেই দরিদ্র নও। কারণ, হৃদয়ের দারিদ্রতাই মূলত প্রকৃত দারিদ্রতা, আর্থিক দারিদ্রতা কখনই মূল দারিদ্রতা হতে পারে না।


🙏হরে কৃষ্ণ🙏

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.