Type Here to Get Search Results !

   Choose Your Language   

জ্ঞানের নিত্য স্বরূপে জ্ঞান ও ভক্তির অদ্বৈত অবস্থান কেমন?,

 জ্ঞানের নিত্য স্বরূপে জ্ঞান ও ভক্তির অদ্বৈত অবস্থান,



জ্ঞানের-জ্ঞান ও ভক্তি অনুসারে জ্ঞানের দুটি অবস্থান। অদ্বৈত জ্ঞানের

দুটি অবস্থান— একটা জ্ঞানের অদ্বৈত অবস্থান ও অপরটি জ্ঞানের প্রেমের

অদ্বৈত অবস্থান। জ্ঞানের জ্ঞান অদ্বৈত অবস্থানে জ্ঞাতা ও জ্ঞেয় এক হয়ে

গিয়ে জ্ঞানের অদ্বৈত জ্ঞানে অবস্থান হয়। আর জ্ঞানকে জ্ঞানে রেখে ওই

জ্ঞানকে জ্ঞেয় করে তার জ্ঞাতা হয়ে যে জ্ঞানের বিলাস হয় তাকে জ্ঞানের

প্রেম অদ্বৈত অবস্থান বলে : উভয় ক্ষেত্রেই অদ্বৈত জ্ঞান বজায় থাকে। এই

দুই অবস্থাতেই জ্ঞান নিজ স্বরূপেই থাকে। সেক্ষেত্রে একটা অবস্থানে নিজে

নিজেকে আস্বাদন করে—যাকে জ্ঞান বিলাস বা জ্ঞানের প্রেমাদ্বৈত অবস্থান

বলে ও আর একটা অবস্থান হল—নিজ স্বরূপে থাকলেও নিজে নিজেকে

জানার বা পাওয়ার চেষ্টাও থাকে না, কেবল হয়ে থাকে—যাকে জ্ঞানের

জ্ঞানাদ্বৈত অবস্থান বলে।

                    (দিব্য বন্ধু)


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.