ভোগী ও যোগী..........
![]() |
Yogi |
ভোগী ভোগ বোঝে ,
যোগী যোগ বোঝে।।
শাক্ত, শৈব, বৈষ্ণব উপাসনা পদ্ধতি তিনের লক্ষ্য এক।
মূল আধার ঈশ্বর দর্শন করা নিজের অন্তরেরগভীরে গিয়ে।
আমার পরম গুরুদেব বলেন পরম বৈষ্ণব না হলে ভিতরে কেউ প্রবেশই করতে পারে না।
নিজেকে জানা এটাই তন্ত্র,
তন্ত্র আর যোগ আলাদা নয়
বাবা অর্থাৎ মহাদেব বলেছেন মা অর্থাৎ পার্বতী শুনেছেন বিষ্ণু স্বীকৃতি দিয়েছেন এটাই হচ্ছে আগম তত্ত্ব।
আবার
মা বলেছেন বাবা শুনেছেন বিষ্ণু স্বীকৃতি দিয়েছেন নিগম তত্ত্ব।
ভেদ মানুষই করেছে কিছু অজ্ঞানি মানুষ না হলে তাদের ব্যবসা চলবে না।
ভিতরে গিয়ে শাক্ত, শৈব, বৈষ্ণব সব মিলেমিশে একাকার হয়ে গেছে।
আমি জীবাত্মা পরমাত্মা মিলনই হল আমার প্রকৃত লক্ষ্য।