★চন্দ্র গ্রহণ★
![]() |
Chandra Grahan, চন্দ্র গ্রহণ |
১০ই কার্ত্তিক ১৪৩০, ২৮শে অক্টোবর ২০২৩, শনিবার খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ।
•──⊱ভারতীয় সময়ানুযায়ী⊰──•
🌎 আরম্ভঃ- রাত ১টা ০৫ মিঃ।
🌏 সমাপ্তিঃ- ২টো ২৫ মিঃ।
⏱️ স্থিতিকালঃ- ১ ঘন্টা ১৯ মিনিট।
🌈 দৃশ্যস্থানঃ- ভারত ছাড়াও ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা থেকে গ্রহণ দেখা যাবে।
💫সূতক কালঃ-
ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে। তাই ভারতে এর সূতক কাল মান্য হবে। চন্দ্র গ্রহণের ৯ ঘণ্টা আগে থেকে সূতক লেগে যাবে। চন্দ্র গ্রহণের সূতক কাল শুরু হবে সন্ধ্যা ৪টা ৫ মিনিটে। এই গ্রহণে দক্ষিণ দিক থেকে চন্দ্র গ্রস্ত হবে।
*✦ চন্দ্র গ্রহণে যা বর্জনীয় ✦*
❶. কোন ধরনের খাদ্যদ্রব্য আহার ও পান করা যাবে না।
❷. স্নান করা যাবে না। (তবে গ্রহণ শেষে গঙ্গা বা কোন পবিত্র নদীতে স্নান করা উওম)
❸. যেকোন ধরনের গাছের পাতা ছেঁড়া যাবে না।
❹. গর্ভবতী মায়েদের ছুরি, কাঁচি, ব্লেড, সুচ, সুতো, তালাচাবি, কলম, পেন্সিল, দা-বটি ইত্যাদি ধারালো জিনিস স্পর্শ করা যাবে না। (কারণ গ্রহণকালে ঐসব জিনিস স্পর্শ করলে সন্তানের অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে)
❺. খারাপ কোন বিষয় চিন্তা করা যাবে না।
❻. ভগবানের শ্রীবিগ্রহ স্পর্শ করা যাবে না।
❼. গর্ভবতী মহিলাদের দরজা-জানালা বন্ধ রাখা যাতে চন্দ্রগ্রহণের আলো প্রবেশ করতে না পারে।
যেসব করতে পারেন :----
❶. কলিযুগের মহৌষধ হরিনাম জপ ও কীর্তন করা।
❷. শাস্ত্র পাঠ ও আলোচনা করা।
❸. মোবাইলে বিভিন্ন ধরনের আরতি শুনা এবং ধর্মীয় সিরিয়াল (রামায়ণ, মহাভারত) দেখতে পারেন।
❹. গ্রহণকালে যেকোন বস্তু দান করতে পারেন।
❺. সর্বোপরি এমন কাজ করা উচিত যেন ভগবান সন্তুষ্ট হন।
"হরে"কৃষ্ণ"হরে"কৃষ্ণ"
"কৃষ্ণ"কৃষ্ণ"হরে"হরে।"
"হরে"রাম"হরে"রাম"
"রাম"রাম"হরে"হরে।।"
*🧚♂️𝄞⋆⃝ 🧚♂️𝖍𝖆𝖗𝖎𝖇𝖔𝖑🧚♂️𝄞⋆⃝🧚♂️*
*_━────⊱❉✸❉⊰─────━_*
*⚜️জয় শ্রীরাধাকৃষ্ণ⚜️*
🙏🏻 👣👣🙏🏻