ভগবতী দুর্গা :--
![]() |
জয় মা ভগবতী দুর্গা |
জয়তি_মাতেশ্বরী_ভগবতী_দুর্গা_শ্রীব্রহ্মসংহিতায় উক্তি আছেন "সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তিরেকা, ছায়েব যস্য ভুবনানি বিভর্ত্তি দুর্গা, ইচ্ছানুরুপমপি যস্যা চলে চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি" যিনি সৃষ্টি-স্থিতি-প্রলয়ের একক অধিকারিনী, ভগবতী যোগমায়ার যিনি ছায়াংশ রূপা, যাঁর ইচ্ছানুরুপ কার্য্য করা একমাত্র চেষ্টা, সেই আদিপুরুষ গোবিন্দ আপনাকে ভজনা করি। এইটি ভক্তিশাস্ত্র সম্মত দেবী দুর্গার প্রকৃত স্বরুপ। যিনি যোগামায়া রুপে দেবপরাৎপর শ্রীগোবিন্দের সমগ্র লীলার প্রযোজিকা। শ্রীগোবিন্দের কৃপাজ্ঞায় ভুবনব্যাপী তাঁর এত সাদর সম্মাননা।
প্রভু শ্রীগোবিন্দ দেবীকে আশীর্বাদ দিয়েছিলেন- "দেবী তুমি আমার ন্যায় জগদ্ব্যাপী পূজিত হইবে"। তিনি আসেন ঘুমন্ত জীবজগতকে কৃষ্ণভক্তির বার্তা প্রদানের জন্য। তিনিই শ্রীকৃষ্ণমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী যোগমায়া। তিনি ভগবান নহেন, কেবল ভগবৎ আজ্ঞা বাহী, চিন্ময়ী শক্তি। শ্রীভগবানের বিশুদ্ধ সত্ত্বের পরিণতি। কৃষ্ণভক্তি প্রাপ্তির জন্যই তাঁর আরাধনা, স্বতন্ত্র ঈশ্বরী রুপে নন। যেকোন দেবদেবীই সাধারণ রুপে সকলের মান্য। তাই আসুন সকলে মিলে মাতৃআরাধনায় ব্যাপৃত হই- ভক্তিদেবীরুপে, মন্ত্রাধিষ্ঠাত্রীরুপে, শ্রীগোবিন্দের আজ্ঞাবাহী দেবী রুপে। সর্বত্র মাগিয়ে নিতাই চৈতন্য প্রসাদ।
ত্বং বৈষ্ণবীশক্তিরনন্তবীর্যা
বিশ্বস্য বীজং পরমাসি মায়া ।
সম্মোহিতং দেবি সমস্তমেতৎ
ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তিহেতুঃ ।।