সিদ্ধ চৈতন্যদাস বাবাজী কেন ব্রজধাম ছাড়িলেন?
![]() |
Siddha Chaitanya Das Baba ji |
চৈতন্য দাস বাবাজী যখন শ্রীধাম বৃন্দাবনে গমন করেন, সেই সময়ে তাঁহার গুরুদেব সেখানে ছিলেন।গুরুশিষ্যে মিলন হইলে অপূর্ব প্রেমের তরঙ্গ উঠিল।নির্জ্জনে বসিয়া গুরু শিষ্যে গৌরকথায় রাত্রিদিন কাটাইলেন।চৈতন্যদাস বাবাজি শ্রীধাম বৃন্দাবনে ৩/৪ বৎসর কাল বাস করিয়া গুরুসেবায় তাঁহার ইষ্টদেবকে প্রীত করিলে তাঁহারই আদেশে তিনি শ্রীধাম নবদ্বীপে প্রত্যাবর্তন করেন।
কথিত আছে তাঁহার পূজ্যপাদ শ্রীগুরুদেবের আজ্ঞায় তিনি ব্রজের ভজন ছাড়িয়া শ্রীধাম নবদ্বীপে আসিয়া মধুরভাবে শ্রীগৌরাঙ্গভজন করিতে আরম্ভ করেন।
চৈতন্য দাস বাবাজীর শ্রীবৃন্দাবন ভাল লাগিল না,ব্রজের ভজনে মনের তৃপ্তি হইল না। (সিদ্ধ বাবা বলিতেন --- শ্রীকৃষ্ণ হইলেন "গোপীবল্লভ" আর শ্রীগৌরাঙ্গ হইলেন "জীববল্লভ"।) ৩/৪ বৎসর কাল তিনি শ্রীগুরু সন্নিধানে থাকিয়া গুরুর আদেশে, শ্রীগৌরাঙ্গনাগরের মধুর ভজনের উপদেশ লইয়া, --- নদীয়ানাগরীভাবে বিভাবিত হইয়া শ্রীধাম নবদ্বীপে আসিলেন।
[ উপাদান সংগ্রহঃ "সিদ্ধ চৈতন্যদাস বাবাজী", শ্রীবিষ্ণুপ্রিয়া-গৌরাঙ্গ পত্রিকা,১ম বর্ষ, পৃষ্ঠা-৩৫]
*"গৌরনাগরবরো"-শ্রীচন্দ্রামৃতম্-১৩২*
🙏জয় গুরু মহারাজ 🙏