Type Here to Get Search Results !

   Choose Your Language   

মহাভারত কি?,মহাভারত পড়লে মনে পবিত্রতা আসে যেসব কর্ম কর?,এর কিছু সূত্র আছে যেগুলো জীবন বদলায়?, What is the Mahabharata?, Do the actions that bring purity to your mind when you read the Mahabharata?, There are some formulas that change your life?,

 

মহাভারত পড়ার সময় না থাকলেও এর মূল সূত্রগুলি আমাদের জীবনে কার্যকরী।


মহাভারত, Mahabharata 







মহাভারতের কিছু কর্ম ফল:--


১। যদি আপনি সময়মতো বাচ্চাদের ভুল দাবি ও জেদ নিয়ন্ত্রণ না করেন তবে শেষ পর্যন্ত আপনি অসহায় হয়ে যাবেন। 

যেমন:- কৌরব।


২। আপনি যতই শক্তিশালী হোন না কেন, অধর্মের পথে থাকলে আপনার জ্ঞান, অস্ত্র, শক্তি এবং আশীর্বাদগুলি সমস্তই নিষ্ফল হয়ে যাবে। 

যেমন:- কর্ণ।


৩। বাচ্চাদের এত উচ্চাভিলাষী করবেন না যে জ্ঞানের অপব্যবহার করে, নিজেকেই ধ্বংস করে এবং সকলের অমঙ্গল করে। 

যেমন:- অশ্বত্থমা।


৪। কখনই কাউকে এমনপ্রতিশ্রুতি দেবেন না যাতে আপনাকে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করতে হয়। 

যেমন:- ভীষ্ম পিতামাহ।


৫। সম্পত্তি, ক্ষমতা এবং অপকর্মের অপব্যবহারের ফলে আত্ম-ধ্বংস হয়। 

যেমন:- দুর্যোধন।


৬। ব্যক্তির ক্ষমতা ও অন্ধ পুত্রস্নেহ - তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। 

যেমন:- ধৃতরাষ্ট্র।


৭। যদি ব্যক্তি জ্ঞানের দ্বারা আবদ্ধ থাকে তবে বিজয় অবশ্যই পাওয়া যায়। 

যেমন:- অর্জুন।


৮। আপনি প্রতিটি কাজে কৌশল, জালিয়াতি এবং ঠাট্টা তৈরি করে সর্বদা সফল হতে পারবেন না। 

যেমন:- শকুনি।


৯। আপনি যদি নীতি, ধর্ম এবং কর্ম সফলভাবে অনুসরণ করেন তবে বিশ্বের কোনও শক্তি আপনাকে পরাস্ত করতে পারে না। 

যেমন:- যুধিষ্ঠির।


🙏🏻জয় গুরু মহারাজ 🙏🏻


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.